প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে পুরোই অকপট অভিনেত্রী কিয়ারা আডবানি। তিনি সেই ‘অভিনয়শিল্পী হতে চান যে প্রতিটি ফিল্মেই ভাল কাজ করে’। তিনি হিন্দি চলচ্চিত্র জগতে হিট বা ফ্লপ ফিল্ম দিয়ে পরিচিত হতে চান না। ২০১৬’র ফ্লপ ফিল্ম ‘ফাগলি’ দিয়ে তার অভিষেক হয়েছিল, তবে এরপর ‘এম.এস. ধোনি : দি আনটোল্ড স্টোরি’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কবির সিং’ এবং ‘গুড নিউজ’-এর মত ফিল্মের পারফর্মেন্স দিয়ে তার দক্ষতার প্রমাণ রেখেছেন। সাত বছরের ক্যারিয়ারে তার ‘লক্ষ্মী’ আর ‘মেশিন’ ফিল্মগুলো ব্যর্থ হয়েছে। একজন অভিনয়শিল্পীর অবস্থান কি তার হিট বা ফ্লপ দিয়ে মূল্যায়ন হয়? “আমি যদি আমার এই যাত্রার দিকে ফিরে তাকাই তাহলে দেখি ‘কবির সিং’ এবং ‘লাস্ট স্টোরিজ’ ফিল্মগুলোতে আমি ভাল সুযোগ পেয়েছি যখন খুব বেশি মানুষ আমাকে চিনত না। শেষ কথা হল যদি দর্শক আমার কাজ পছন্দ করে আর প্রশংসা করে তাহলে আমাকে আরেকটি ফিল্মে সুযোগ দেয়া হবে। তাই আমরা নিজেদের ওপর অনেক চাপ দিয়ে থাকি,” কিয়ারা বলেন। অভিনয়কলার ব্যাপারে কিয়ারা নিখুঁত হতে চান। “আমি চাই না সাফল্য বা ব্যর্থতা দিয়ে আমাকে মূল্যায়ন। আমি এমন অভিনয়শিল্পী হতে চাই যে সব ফিল্মেই ভাল কাজ করবে। আমি তাই অর্জন করতে চাই,” তিনি আরও বলেন। কিয়ারার সর্বশেষ ফিল্ম ‘ইন্দু কি জওয়ানি’ লকডাউনের মধ্যে ওটিটিতে মুক্তি পেয়েছে। সামনে মুক্তির প্রতীক্ষায় আছে- ‘শেরশাহ’, ভুল ভুলাইয়া ২’ এবং ‘জাগ জাগ জিও’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।