Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযান আটক ১০

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৫:২৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক নির্মূল ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মোট ১০ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৬০পিস ইয়াবা, ১০পুরিয়া হেরোইন ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, ধামদী গ্রামের মৃত মারফত আলী চেয়ারম্যানের ছেলে শামীম আহম্মেদ (৫০), কাকনহাটি গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে শফিকুল ইসলাম শফিক(৪০), দত্তপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে মতিউর রহমান সেজান (৩০), চরহোসেনপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে রিয়াদুল ইসলাম প্রান্ত (২৩), দত্তপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোজাহিদুল ইসলাম (২২) দত্তপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে যুবরাজ (১৯), মৃত হেলাল উদ্দিনের ছেলে সুজন মিয়া(৪৫), চরনিখালা গ্রামের মৃত মোস্তাকিমের ছেলে সাদ্দাম হোসেন টিটু(৩০)

এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কূর্শিপাড়া গ্রামের মৃত আঃ রাশিদের ছেলে জয়নাল মিয়া (২৩) ও চরনিখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহারুলকে ৩৪ধারায় আটক করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযানে ১০জনকে আটক করা হয়েছে। আশা করছি আটকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকের সাথে জড়িতদের আটক করতে সক্ষম হবো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ