Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে চীনা যন্ত্রপাতির রফতানি আরও বাড়বে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

সম্প্রতি জার্মানির বৈদেশিক বাণিজ্য ও পুঁজি বিভাগের এক পরিসংখ্যানে বলা হয়, সেদেশের তুলনায় চীনা যন্ত্রপাতি নির্মাণ শিল্পের রপ্তানি সুবিধা আগামিতে আরও বাড়বে। পরিসংখ্যানে বলা হয়, এ বছর চীনা যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জামের রপ্তানির পরিমাণ ৩১ শতাংশ বেড়ে ২৯৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। তবে, এই ক্ষেত্রে শীর্ষে থাকা জার্মানির রপ্তানি মাত্র ১৩ শতাংশ বেড়ে ২৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। ২০২০ সালে চীন প্রথমবারের মতো এই ক্ষেত্রে জার্মানিকে ছাড়িয়ে যায়। জার্মানির যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম নির্মাণ ফেডারেশনের হিসাব মতে, গেল বছর এ খাতে চীনা রপ্তানির পরিমাণ ছিল বিশ্বের মোট পরিমাণের ১৫.৮ শতাংশ। আর জার্মানির ছিল ১৫.৫ শতাংশ।
কোভিড-১৯ মহামারীর কারণে চীন গত বছর প্রথম বারের মতো বিশ্বের সর্বোচ্চ রপ্তানি কারক দেশে পরিণত হয়। জার্মানির যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম নির্মাণ ফেডারেশন মনে করে, চীনের উন্নয়ন জার্মানির জন্য ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করেছে। যেমন, রোবট খাতে জার্মানির জন্য রপ্তানি সুযোগ বয়ে এনেছে। সূত্র : রেডিও চায়না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ