প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ৭ জুলাই তাসনুভা তাবাসসুমকে বিয়ে করেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। লকডাউনের কারণে সীমিত আয়োজনের বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং নিলয়ের বন্ধুরা উপস্থিত ছিলেন। লকডাউন তুলে নেওয়ায় স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন নিলয়। আজ (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ইউ এস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার যান এই নবদম্পতি। জানা গেছে, আগামী ১৯ আগস্ট পর্যন্ত দুজন সেখানে একান্ত মূহুর্ত কাটাবেন।
স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে নিয়ে এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন নিলয়। সেখানে অবকাশযাপন কেন্দ্রে কাটবে এই নবদম্পতির মধুচন্দ্রিমা। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করে চলেছেন নিলয়। আজ (১৬ আগস্ট) সকালে নিলয় একটি ছবি পোস্ট করেন, যাতে দেখা যাচ্ছে বিমানবন্দরে তারা দুজনে। ছবির ক্যাপশনে নিলয় আলমগীর লিখেছেন, মধু আর চাঁদ খুঁজতেছি।
সংবাদমাধ্যমকে নিলয় বলেন, ‘গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে আমার পরিচয় এরপর প্রেম এবং বিয়ে। কিন্তু এই লকডাউনের কারণেই আমরা হানিমুনে যেতে পারছিলাম না। অবশেষে এবার সুযোগ পেয়েছি। সময়টা নিজেদের মতো করে উপভোগ করতে চাই।’
নিলয় আরও জানান, ‘২০ আগস্ট তার জন্মদিন। আর এদিন সকালেই স্ত্রীকে নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন। এরপর সন্ধ্যায় কাছের বন্ধুদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করবেন।’
নববধূ সম্পর্কে নিলয় জানান, ‘হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।’
এদিকে বিয়ে করেই অন্যরকম এক বিড়ম্বনার মধ্যে পড়েন নিলয়। যখনই তিনি সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তখনই কিছু অনুসারী বাজে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে শনিবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন নিলয়। জানান, বিয়ে উপলক্ষে স্ত্রী হৃদির সঙ্গে প্রায় এক হাজার ছবি তুলেছেন। কিন্তু সেগুলো আপলোড করতে পারছেন না নেটিজেনদের গালির ভয়ে! এরপর বিষয়টি নিয়ে নিলয়ের পাশে দাঁড়ান, জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান, অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন, অভিনেত্রী শবনম ফারিয়াসহ অনেকে। তারা নিলয়কে উৎসাহ দেন, যোগান নতুন জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।