Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্লগার নিলয় হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ ডিসেম্বর

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার: ব্লগার নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন। এ মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সময় পিছিয়ে দেয় আদালত।
এর আগে ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। পরে বিভিন্ন সময় আনছারুল্ল­াহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে। এছাড়া মাসুম রানা এবং তরিকুল ইসলাম নামের দুজন জামিনে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্লগার নিলয় হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ ডিসেম্বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ