Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে নিলয়ের পাশে শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১:৪২ পিএম

দ্বিতীয়বার বিয়ে করেছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। বুধবার (১১ আগস্ট) বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। তবে দ্বিতীয় বিয়ের কারণে নেটাগরিকদের কটাক্ষের শিকার হচ্ছেন এই অভিনেতা। এমন পরিস্থিতিতে নিলয়ের পাশে দাঁড়িয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। নিলয়ের দেওয়া স্ট্যাটাস শেয়ার করে তিনিও মত প্রকাশ করেছেন।

নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘সরি নিলয় ভাই, কেউ ভাল আছে, সুস্থ আছে, সুখে আছে, খুশি আছে দেখলে আমরা সহ্য করতে পারি না! তাদের টেনে ধরে নিচে নামাতে ইচ্ছে হয় আমাদের! নিজেদের জীবনে কোন সুখ নাই তাই অন্য কারোর ভাল থাকাও মেনে নিতে পারবো না। আমরা এমনই হিংসুইট্যা , প্লিজ কষ্ট পেয়ো না। তুমি সেইটাই করো যেইটা তোমাকে খুশি দেয়! আমাদের ছ্যাচরামি কোন কিছুর মূল্যেই থামানো যাবে না।’

নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন- ‘অনেক অনেক দোয়া আর শুভ কামনা তোমার নতুন জীবনের জন্য।’

উল্লেখ্য, গেল ৭ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেছেন নিলয় আলমগীর। তার উত্তরায় বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নিলয় জানান, তার স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছিলেন নিলয়। দুষ্টু নেটিজেনদের অনেকেই বাজে মন্তব্য করেছেন সে ছবিতে। যেটা মেনে নিতে পারেননি নিলয়।

শনিবার (১৪ আগস্ট) সকালে ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছেন- ‘কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে, এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউয়ের সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা, বিয়ের পর একা ছবি কেনো। আমার বিড়ালের সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।’

স্ট্যাটাসের শেষে এ অভিনেতা লিখেছেন, ‘এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না। আমার এতো ছবি লইয়া আমি এখন কোথায় যাইব।’

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে ভালোবেসে বিয়ে করেছিলেন নিলয়। দুই পরিবারের উপস্থিতিতে শখদের গেন্ডারিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিলো। কিন্তু তাদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ