বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শোকাবহ পরিবেশের মধ্যে রোববার দিনভর দিয়ে গফরগাঁও উপজেলা ১৫আগষ্ট জাতীয় শোক দিবস (৪৬তম) নানান কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে । সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন , কালো পতাকা উত্তোলন ,কাঙ্গালীভোজ , বিশেষ মোনাজাত , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোকর্যালী ও প্রায় সাড়ে তিনশত স্কুল ,কলেজ ও মাদ্রাসায় দোয়া ,কোরআনখানী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । সকালে গফরগাঁও উপজেলা আঃ লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ।
প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন , জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না । বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে । বিশেষ করে এ উপজেলা সকল ক্ষেত্রে উন্নয়ন চলছে ।গফরগাঁও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল জানান, শোকাবহ পরিবেশের মধ্যে দিয়ে প্রতিটি ওর্য়াডে নানান কর্মসুচী দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) প্রমুখ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।