Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় যুবককে কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল কর্তন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ২:১৮ পিএম

কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেলকে থামিয়ে এক যুবককে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলার টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইয়াকুব হাওলাদার (২৪)কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরনের পর শংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। এ সময়
রাকিব (১৯) নামের অপর একজন আহত হয়।

আহত রাকিব'র বাবা সজিব মোল্লা জানান, ঘটনার দিন সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইয়াকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদা'র নেতৃত্বে ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ