নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টানা দ্বিতীয়বার ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বরাবর লেখা চিঠিতে এ অভিনন্দন বার্তা দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে শনিবার সেই চিঠি পোস্ট করে বসুন্ধরা লিখেছে, ‘আমাদের কঠোর পরিশ্রমের ফল, যার জন্য এতদিনের অপেক্ষা। অভিনন্দন বার্তার জন্য ফিফা সভাপতিকে ধন্যবাদ। বসুন্ধরা কিংস আজ গর্বিত।’
উল্লেখ্য গত সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।