Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারণার মাধ্যমে সিলেটে আমেরিকা প্রবাসী নারীর জমি আত্মসাত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৬:৫৪ পিএম

সিলেটে এক আমেরিকা প্রবাসী নারীর ১ কোটি টাকার মূল্যের জায়গা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৪ আগস্ট) এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মোছা. শেখার বেগম নামের ওই আমেরিকা প্রবাসী নারী। সিলেট নগরীর জালালাবাদ থানাধীন কুশিয়ারা হাওলাদার পাড়ার ১৬ নং বাসার মৃত আব্দুল মালিক চৌধুরীর স্ত্রী তিনি।


সংবাদ সম্মেলনে শেখার বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর পুত্র আজিজুল মালিক চৌধুরী লিটন। সংবাদ সম্মেলনে শেখার বেগম বলেন, ‘ ৬ বোন ও দুই ভাই আমরা। এর মধ্যে দীর্ঘদিন থেকে আমেরিকা অবস্থান করছি আমি। ২০১৯ সালের ১৭ জুন মৃত্যু বরণ করেন আমার ভাই কামাল উদ্দিন তালুকদার। তার কোনো ছেলে সন্তান না থাকায় প্রচলিত আইন অনুযায়ী তার সকল সম্পত্তি ৬ শতক করে আমরা প্রত্যেক ভাইবোন প্রাপ্য। কিন্তু আমি বিদেশে অবস্থান করায় আমার অবর্তমানে আমার নাম বাদ দিয়ে জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা তৈরি করে আমার ভাইয়ের অংশ হতে প্রাপ্য ৬ শতক ভূমি দেশে থাকা বাকি ভাই-বোনেরা ভাগ-বাটোয়ারা করে নেন এবং পরে আমার অংশের সেই ভূমি থেকে বিক্রি করে ফেলেন বেশিরভাগ জায়গাই। সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসের আওতাভুক্ত সিলেট জালালাবাদ থানাধীন ব্রাক্ষ্মনশাসন মৌজার জে.এল নং এস.এ ৭৭, এস.এ ১৫৭ নং খতিয়ানের বিভিন্ন দাগের এই ৬ শতক জায়গার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।’ শেখার বেগম আরও বলেন, ‘আমার মা পৈত্রিক সূত্রে আরও প্রায় ৪৭ শতক জায়গার মালিক। সেই জায়গা থেকে আমি আরও ৭ শতক জায়গা পাই। ২০২০ সালে মা মারা যাওয়ার পর সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসের আওতাভুক্ত সিলেট জালালাবাদ থানাধীন ব্রাক্ষ্মনশাসন মৌজার জে.এল নং ৬৬, ১১৯০ নং খতিয়ানের ৫৩৮ নং ডিপি’র বিভিন্ন দাগে অবস্থিত অর্ধ কোটিরও বেশি টাকা মূল্যের সেই ৮ শতক জায়গা থেকেও আমাকে বঞ্চিত করার পায়তারা করা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে অভিযোগ করে শেখার বেগম বলেন, ‘আমাকে আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার মূল হোতা আমার ভাই মৃত কামাল উদ্দিন তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও আমার বোন মোছা. রেখা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক রাজন (৪০)। সে আখালিয়া কালিবাড়ি এলাকার হাওলাদার পাড়ার ব¬ক কুশিয়ারার ১৭ নং বাসার আব্দুল হেকিমের পুত্র। সাবিনা ইয়াসমিনের মদদে ও নির্দেশে রাজনই জালিয়াতির মাধ্যমে আমার নাম বাদ দিয়ে জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা দলিল তৈরি করে ভাইয়ের অংশ থেকে পাওয়া আমার প্রাপ্য সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে এবং মায়ের সূত্রে পাওয়া জমিও আমাকে না দিয়ে বিক্রি করে ফেলার পায়তারা করছে।’ শেখার বেগম বলেন, ‘বিষয়টির সমাধান ও আমার সম্পত্তি ফিরে পাওয়ার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ দেশে এসে বারবার রাজনের সঙ্গে দেখা এবং যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। আমাকে আমার প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে না দিয়ে আমাকে এবং আমার প্রবাসী সন্তানদের ফোনে গালিগালাজ করে হুমকি-ধমকি দিচ্ছেন রাজন। ভূসম্পত্তি ফিরে পেতে গত ২৭ জুন সিলেট জেলা যুগ্ম জজ (দ্বিতীয়) আদালতে মামলা দায়ের করেছি। যার স্বত্ব (বাটোয়ারা) মোকদ্দমা নং- ১১০/২০২১ ইং। মামলাটি রয়েছে প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে নিজের জায়গা-সম্পত্তি ফিরে পেতে ভূমি জালিয়াত প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন আমেরিকা প্রবাসী ওই নারী।

এদিকে, শেখার বেগমের বোনের পুত্র আব্দুর রাজ্জাক রাজন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মামা-খালাদের বিষয়। আমি কিছু কিছু ক্ষেত্রে মামা-খালাদের আদেশ পালন করেছি মাত্র। এর বেশি আর কিছু জানি না। শেখার বেগমের নাম বাদ দিয়ে উত্তরাধিকারী সনদপত্র তৈরির বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান বলেন, বিষয়টি এই মুহূর্তে বলতে পারছি না আমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ