Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে ৫ শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৪:২৬ পিএম | আপডেট : ৫:৫৪ পিএম, ১৪ আগস্ট, ২০২১

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে পাঁচ শিশু নিহত হয়েছে। তারা অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলা করছিল। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) মিলিশিয়া বাহিনীর সদস্যরা একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা বলেন, ‘এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায় এবং তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘটনাবশত তাদের হাতেই এটির বিস্ফোরণ ঘটে।’
তিনি বলেন, ‘এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়।’ অপর মিলিশিয়াম্যান ওমর আরি এ ঘটনায় একই সংখ্যক শিশু মারা যাওয়ার কথা জানান। বৃহস্পতিবার সেখানে এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।
২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গ্রুপ বাণিজ্যিক কেন্দ্র গাম্বোরুর পাশাপাশি নগালা শহরও দখল করে। কানাডা বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সৈন্যরা কয়েক মাস লড়াইয়ের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনরায় এ দুই শহরের নিয়ন্ত্রণ নেয়। সূত্র : রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ