Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিমুলিয়া নৌ-রুটে সীমিত পরিসরে চলছে ৩টি ফেরি

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৪:২৩ পিএম

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ১২ ঘণ্টা পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে নদীতে স্রোত কমতে থাকায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে গতকাল শুক্রবার রাত ৯ টা থেকে তীব্র স্রোত থাকার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহাবুব রহমান দৈনিক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিস্রোতে সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাই রাত থেকে নদীতে ফেরিগুলো চলাচল বন্ধ ছিল।
শনিবার সকাল সাড়ে ৯ থেকে নৌরুটে ফেরি কুঞ্জলতা,সুফিয়া কামাল,ও ক্যামেলিয়া নামে তিনটি ফেরি সীমিত পরিসরে হাল্কা যানবাহন নিয়ে চলাচল করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি

২৫ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ