Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আড়াই ঘন্টা ফেরি বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১০:১২ এএম

ঘন কুয়াশার কারণে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।


আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ভোর সাড়ে ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, বুধবার রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তবে দীর্ঘক্ষণ নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। নদী পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৩ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি

২৫ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ