Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি চলাচল বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:৪৭ পিএম

অবশেষে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ঘরমুখো যাত্রী পারাপার ঠেকাতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যাবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি ফেরি বন্ধের বিষয়টি নিশ্চত করে জানান, সোমবার ভোরে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে যাত্রীর প্রচণ্ড চাপ থাকায় যাত্রী পারাপার ঠেকাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোর থেকে যাত্রী এবং জরুরি পণ্যবাহী গাড়ীর  চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করে। একসময় পাটুরিয়া প্রান্তে থেকে পুলিশ ফেরিতে যাত্রী ওঠা বন্ধ করে দিলে যাত্রীরা কয়েকটি স্থানে ভাঙ্চুর করে।

হঠাৎ করে ফেরি পারাপার বন্ধ করার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া দুই ঘাটে প্রায় দুই হাজার যানবাহনসহ প্রায় ৫ হাজার যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকা থেকে যাত্রীরা যেন গ্রামে না আসে সে ব্যাপারে আমাদের কাছে নির্দেশনা রয়েছে। এমন নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।   



 

Show all comments
  • শওকত আকবর ১৮ মে, ২০২০, ১:০১ পিএম says : 0
    কঠোর না হলে রুখা যাবেনে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি

২৫ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ