বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টায় শনিবার (১৪ আগস্ট) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৩৮৫ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১১ দশমিক ১৬ ভাগ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৭ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২১৮ জন। সর্বমোট মারা গেছে ২৩৩ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫২ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৫ নিয়ে মোট ৮৭ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৯৭৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৯ জন, নাগরপুরে ১, দেলদুয়ারে ১, মির্জাপুরে ১৮, মধুপুরে ১৪জন নিয়ে মোট ৪৩ জন।
জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৫১৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৪২৩জন, নাগরপুরে ৪৩১জন, দেলদুয়ারে ৭৯৩ জন, সখীপুরে ৮১৭ জন, মির্জাপুরে ১৫২৬ জন, বাসাইলে ৪৪২ জন, কালিহাতী ১২১৭ জন, ঘাটাইলে ১১৫৭ জন, মধুপুরে ৯৭৮ জন, ভূঞাপুরে ৫৮১ জন, গোপালপুরে ৬৯৪ জন ও ধনবাড়ী উপজেলায় ৪৫৮ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ হাজার ২১৮ জন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩ হাজার ১৯, নাগরপুরে ২২৬, দেলদুয়ারে ৩৯৭, সখীপুরে ৪৫৬, মির্জাপুরে ১ হাজার ৪৩৬, বাসাইলে ২৬৬, কালিহাতীতে ৯২৪, ঘাটাইলে ৯৯৮, মধুপুরে ৭২১, ভূঞাপুরে ৩৩১, গোপালপুরে ৪৯৭ ও ধনবাড়ীতে ২৫২ জন।
করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২৩৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮১ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৫, মির্জাপুরে ১৯, বাসাইলে ১৬, কালিহাতীতে ২৬, ঘাটাইলে ২০, মধুপুরে ৪, ভূঞাপুরে ১৬, গোপালপুরে ১২ ও ধনবাড়ীতে ৪ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।