Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে মাত্র ৭২ ঘন্টায় করোনার ছোবলে মারা গেছেন ৫১ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৬:৩২ পিএম

সিলেটে মাত্র ৭২ ঘন্টার মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। ভয়াবহ এই পরিস্থিতিতে কেবল দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গত বুধবার সকাল ৮টার মধ্যে করোনাক্রান্ত ২২ জন মারা যান সিলেট বিভাগে। চব্বিশ ঘন্টায় বিভাগে এটাই ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরপর, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে মারা যান আরও ২১ জন। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে সিলেটে।

এ তিন দিনে, অর্থাৎ ৭২ ঘন্টায় সিলেট বিভাগে মহামারির কবলে পড়ে প্রাণহানি হয়েছে ৫১ জনের। এতো কম সময়ের মধ্যে এতো বেশি মৃত্যু আগে কখনো হয়নি সিলেটে।

৭২ ঘন্টায় মারা যাওয়া এই ৫১ জনের মধ্যে সিংহভাগই সিলেট জেলার। এখানে মৃত্যু হয়েছে ৪৪ জনের। মৃতদের মধ্যে হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ২ জন ও ১ জন রয়েছেন সুনামগঞ্জের। গ করোনায় মৃতের সংখ্যা সিলেট বিভাগে এখন ৮৭৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ