Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের ৬ কর্মসূচী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৭:০৬ পিএম

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৬ কর্মসূচী গ্রহণ করেছে। মহানগর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচীগুলো হলোঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয়ের ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ।

১. জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে সকাল ১০ টা ৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, ২. সকাল ১১ টায় গুলশান সেন্টারে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। তাছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, ৩. জাতীয় শোক দিবসে সারাদিনব্যাপী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে জাতির জনকের ভাষণ প্রচার, ৪. সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে করের পাড়া শ্রী শ্রী অনুকূল ঠাকুর (সৎসঙ্গ বিহার) এর আশ্রমে বিশেষ প্রার্থনা সভা। তাছাড়াও গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা সভা, ৫. ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস। সিরিজ বোমা হামলার প্রতিবাদে সকাল ১১ টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন, ৬. ২১ আগস্ট ন্যাক্কারজনক গ্রেনেড হামলা দিবসের কর্মসূচী ২৩ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচীতে স্বাস্থ্য বিধি মেনে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে অংশ গ্রহণ এবং ২৭ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিজ নিজ উদ্যোগে নিজেদের ওয়ার্ডে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কর্মসূচী গ্রহণের জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ