বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ঘটলো সিলেটে। এরমধ্যে শুধু ১৯ জনের মৃত্যু হয়েছে সিলেটে। জেলা ভিত্তিক একদিনে সর্বোচ্চ মৃত্যু সিলেটে। এর আগে সিলেট বিভাগে গতকাল ১১ আগস্ট একদিন সর্বোচ্চ ২২ জন মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এখন পর্যন্ত সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৫ জনে।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৫৭৮ জনে। এর মধ্যে সিলেট ২৫ হাজার ৫২৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫২৮, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৭৩৯ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৮৩০ জন ও ৩ হাজার ৯৫৩ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৫৬৭ জন করোনা আক্রান্ত রোগীর ৩১৭ জনই সিলেটের অধিবাসী। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৫৩ জন, হবিগঞ্জের ৫৫ জন ও ১০০ জন মৌলভীবাজারে।
এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা শনাক্ত হয়েছে আরও ৪২ জন রোগীর। সিলেটে বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। যার ৩৪ দশমিক ৯৯ শতাংশ সিলেটে, সুনামগঞ্জে ১৯ দশমিক ২৭ শতাংশ, হবিগঞ্জে ২৬ দশমিক ৪৪ শতাংশ ও মৌলভীবাজারে ২৮ দশমিক ২৫ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ২১ জন রোগী। এদের মধ্যে ১৯ জনই সিলেটে। এদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ও বাসা-বাড়িতে ১১ জন মারা গেছেন। আর ৮ জন রোগী মারা গেছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর একজন সুনামগঞ্জে ও একজন জন হবিগঞ্জে মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৮৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৩১ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২ জন, হবিগঞ্জ জেলার একজন, মৌলভীবাজারে একজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮৭ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৩ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৫ জন ও ২৮ জন ভর্তি রয়েছেন মৌলভীবাজারে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৫৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে ৩০৭ জন সিলেটের। এছাড়া ১৮০ জন সুনামগঞ্জে, ১৫ জন হবিগঞ্জে, ৮২ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৫ হাজার ১৪৪ জন। এর মধ্যে সিলেট ৩ হাজার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৯৮৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৪৭ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৬৭৬ জন ও ওসমানী হাসপাতালে ৩১৪ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১১৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে সিলেট ২৩, সুনামগঞ্জ ৩৩, হবিগঞ্জ ১৮ ও ৪২ জন মৌলভীবাজারে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২০৩ জনকে নতুন করে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।