Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম না বলায় দিনাজপুরে ৮০ হাজার চামড়া অবিক্রীত

ট্যানারি মালিকদের কাছে বকেয়া ১০ কোটি টাকা

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৫:০০ পিএম

দশ কোটি টাকা বকেয়া থাকায় এবং ট্যানারী মালিকদের কৌশলগত কারণে চামড়া মূল্য নিম্নমুখী হওয়ায় দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা ধ্বংসের মুখে পড়েছে। চামড়া শিল্প বাঁচিয়ে রাখা ও বকেয়া টাকা পরিশোধের দাবী জানিয়েছে দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলন করে এই দাবী জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ট্যানারী মালিকগণ বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখায়। ব্যবসায়ীদের অভিযোগ গত ৫ বছর ধরে দিনাজপুরের ৫৫ থেকে ৬০ জন ব্যবসায়ীর প্রায় ১০ কোটি টাকা বকেয়া পড়ে আছে ট্যানারি মালিকদের কাছে। যা তারা এখনও পরিশোধ করছে না। ট্যানারি মালিকদের ঋণ পরিশোধের জন্য সরকার বিশেষ ব্যাংক ঋণের ব্যবস্থা করেছে। কিন্তু ট্যানারি বকেয়া টাকা পরিশোধ করছে।

তাদের অভিযোগ এবারের কোরবানী ঈদে সরকারের বেঁধে দেয়া দরে চামড়া কেনা হয়েছে। প্রক্রিয়াজাত করতে খরচ হয় ২৫০ টাকা। দিনাজপুরের ব্যবসায়ীদের গোডাউনে অবিক্রীত অবস্থায় ৮০ হাজার চামড়া পড়ে রয়েছে। এসব চামড়ার কেনা দামও ট্যানারি মালিকেরা দিতে চাচ্ছে না। এ অবস্থা থাকলে চামড়া ফেলে দেয়া ছাড়া কোন উপায় থাকবে না। আর এমনটি হলে দিনাজপুরের চামড়া ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা একেবারেই সর্বস্বান্ত হয়ে পড়বে। সাংবাদিক সম্মেলনে দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি জুলফিকার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ