প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকের অন্যতম একজন অভিনেত্রী রোজী সেলিম। পাশাপাশি তাকে চলচ্চিত্র, বিজ্ঞাপন ও উপস্থাপনাতেও দেখা যায় মাঝে-মধ্যে। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও ক্যারিয়ারে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে কাজ করছেন তিনি। জানা গেছে, জি-ফাইভের জন্য নজরুল ইসলাম রাজুর পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই এর শুটিং শুরু হবে।
এই প্রসঙ্গে রোজী সেলিম বলেন, ‘আমার প্রবল আগ্রহ ওটিটি প্লাটফর্মে কাজ করার। হোক সেটা ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্ম। এরইমধ্যে আমার সে চাওয়া পূর্ণ হচ্ছে। পরিচালক নজরুল ইসলাম রাজুর নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবার কাজ করতে যাচ্ছি। জি-ফাইভের জন্য নির্মিতব্য শিগগিরই ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে।’
ওটিটির জন্য কনটেন্ট নির্মাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে রোজী সেলিম বলেন, ‘আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে যেন ওয়েব সিরিজগুলো নির্মাণ করা হয়। কারণ ওটিটি প্লাটফর্মে সহজেই আমাদের কাজগুলো এখন দর্শক উপভোগ করতে পারবেন। নির্মাতাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার যেন তা নিয়ে কোনো বিতর্ক না থাকে। যথাযথভাবে শিল্প সম্মতভাবেই যেন উপস্থাপন করা হয়। তাহলে আমরা আমাদের নিজের সংস্কৃতির প্রতি, নিজস্ব ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো। আগামী প্রজন্ম এখান থেকেই জানার সুযোগ পাবে। শিল্পী হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে সচেতনভাবে কাজ করার।’
রোজি সেলিম বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বউ শ্বাশুড়ি’র শুটিং বিয়ে ব্যস্ত আছেন। এছাড়া মামুনুর রশীদ পরিচালিত বিটিভির ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’র শুটিংয়েও অংশ নিচ্ছেন তিনি। কিছুদিনের ভিতরেই বিটিভিতেই প্রচার শুরু হওয়া অনিমেষ আইচ রচিত ও পরিচালিত ‘এখানে কেউ থাকেনা’র শুটিংয়ে অংশ নিবেন, যার শুটিং হবে ঢাকায় ও টাঙ্গাইলের মধুপুরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।