প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে মানুষের অধিকাংশ সময় কেটেছে গৃহবন্দী হয়ে। সিনেমা হল, রেস্তোরাঁ, পাব সহ বিনোদনের সমস্ত ক্ষেত্র যখন বন্ধ সেই সময় এই জীবন থেকে মুক্তি দিতে ওয়েব সিরিজ অনেকাংশে কাজ করেছে। অনেক ওয়েব সিরিজই মন ছুঁয়েছে দর্শকদের। ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে তারই প্রতিফলন ঘটল। অনুষ্কা শর্মা প্রযোজিত 'পাতাল লোক’ ও 'পঞ্চায়েত’ সেরা ওয়েব সিরিজ হিসাবে নিজেদে ঝুলিতে বেশ কিছু পুরস্কার জিতে নিয়ে গেলেন।
পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে 'পাতাল লোক’ ও চারটে বিভাগে পুরস্কার জিতেছে 'পঞ্চায়েত’। সেরা ওয়েব সিরিজ হিসাবে বেছে নেয়া হয়েছে এই সিরিজকে। শ্রেষ্ঠ পরিচালক অবিনাশ অরুন এবং প্রসিত রায়, সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে পুরস্কার পেয়েছেন জয়দীপ আলাওয়াত। 'পাতাল লোক’ ওয়েব সিরিজে তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন জয়দীপ। এছাড়াও আরও তিনটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে 'পাতাল লোক’। 'আর্যা’ ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন সুস্মিতা সেন। এছাড়াও ‘পঞ্চায়েত’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র কুমার। আরও চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ওয়েব সিরিজ। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ইন আ কমেডি সিরিজ (মহিলা) বিভাগে পুরস্কৃত নীনা গুপ্তা। ‘লিটল থিংস সিজন ৩’–এ কমেডি সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছে মিথিলা পালকার। সেরা পরিচালক বিভাগে পুরস্কৃত হয়েছে কৃষ্ণা ডিকে এবং রাজ নিদিমোরু ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের জন্য। তবে ‘ফ্যামিলি ম্যান’–এর ঝুলিতে জুটেছে আরও বেশ কিছু পুরস্কারও। সেরা অভিনেতা ড্রামা সিরিজে পুরস্কৃত হয়েছেন মনোজ বাজপেয়ী। শ্রেষ্ঠ অভিনেতা ওয়েব অরিজিনাল ফিল্ম (পুরুষ) বিভাগে পুরস্কৃত নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘রাত আকেলি হ্যায়’ ওয়েব সিরিজের জন্য এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। ‘বুলবুল’ ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী ওয়েব অরিজিনাল ফিল্ম (মহিলা) বিভাগে পুরস্কৃত তৃপ্তি ডিমরি। ওই একই ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় দক্ষতার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে রাহুল বোস। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।