Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে হত্যার হুমকির ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৩:১৬ পিএম

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার দাম কোটি টাকা ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। এর আগে বুধবার রাতে জেলার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামে ছেলে ইউসুফ হোসেন (২১) ও তার পিতা মনিরুল ইসলাম (৪৫)। মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গত ৯ আগস্ট দুটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এবং সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার মূল্য এক কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় তারা জিডি করেন। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে উঠে এবং বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ হোসেন ও তার পিতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতার ইউসুফ হোসেনের বাড়ি থেকে ০৮টি মোবাইল, ২০টি সীম কার্ড, ০৩টি মেমোরি কার্ড, ০১টি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও কিছু উস্কানিমূলক বই উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তারা ফেসবুক আইডি দুইটির মাধ্যমে সংসদ সদস্যদের উল্লেখ করে উক্ত পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ