মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা টিকা ট্রায়ালের তথ্য প্রকাশের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। সোমবার বিচারপতি এল নাগেশ্বর রাও এবং ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। মামলার প্রেক্ষিতে কেন্দ্রকে একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই নোটিশের প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য কেন্দ্রকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতে এখনও অনেক মানুষ টিকা নিতে অনিচ্ছুক। টিকার কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহ থাকায় এই অনীহা প্রকাশ। এর প্রেক্ষিতে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের সাবেক সদস্য ড. জেকব পুলিয়েলের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। আইনজীবী প্রশান্ত ভূষণের মামলাটি ড. জেকবের হয়ে লড়ছেন। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এটি কোনোভাবেই টিকা বিরোধী কোনও মামলা নয়। তবে টিকা নিয়ে স্বচ্ছতার তাগিদে এই মামলা করা হয়েছে। আদালত এদিন বলে, মামলার শুনানি হলে এই বার্তা যাওয়া উচিত নয় যে, টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।