মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রক্তে কোলেস্টেরল ও লিপিডের অস্বাভাবিক মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ওষুধটির বহুল ব্যবহার, সেই ‘ফেনোফাইব্রেট’ ৭০ শতাংশ পর্যন্ত কমাতে পারে কোভিড-১৯-এর সংক্রমণ, ভয়াবহতা ও মৃত্যুর আশঙ্কা। যুক্তরাজ্যের বার্মিংহাম ও কিলে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে চালানো একটি আন্তর্জাতিক গবেষকদলের গবেষণা এই খবর দিয়েছে। গবেষকদলে রয়েছেন ইতালির সান রাফায়েলে সায়েন্টিফিক ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। গবেষণাপত্রটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি সাময়িকীতে। ফেনোফাইব্রেট ওষুধটি মানব শরীরে ঢুকে যে ফেনোফাইব্রিক এসিড তৈরি করে, গবেষকরা দেখেছেন সেই এসিডই সার্স-কোভ-২ ভাইরাসকে কোষে ঢুকে পড়তে বাধা দেয়। ফলে মানবকোষে ঢুকে দ্রুত বংশবৃদ্ধির সুযোগটা আর পায় না সার্স-কোভ-২ ভাইরাস। তাই সংক্রমণের আশঙ্কাও কমে যায় ৭০ শতাংশ পর্যন্ত। গবেষণার এই ফলাফল বিশেষজ্ঞদের একাংশকে যথেষ্ট উৎসাহিত করেছে। তারা মনে করছেন, এর ফলে ফেনোফাইব্রেটের মতো খুব পরিচিত ওষুধ দিয়েই কভিড রোগীদের প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারবেন চিকিৎসকরা। তাঁদের নানা ধরনের ওষুধ নিয়ে রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর দরকার হবে না। ওষুধটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্সসহ (নাইস) বিশ্বের প্রায় সব দেশেরই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার দ্বারা অনুমোদিত। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।