Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিবাবার ব্যবস্থাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে আলিবাবার একজন ব্যবস্থাপককে সম্প্রতি বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সিইও মারফত জানা যায় ব্যবস্থাপকের পাশাপাশি তদন্তকার্যে অবহেলায় আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। বর্তমানে আলিবাবা এবং পুলিশ উভয়েই ঘটনাটির তদন্তের কাজে অগ্রসর হচ্ছে। প্রতিষ্ঠানটির সিইও ড্যানিয়েল ঝাং বলেছেন, এটি একটি অত্যন্ত ঘৃণিত কাজ। মাতাল অবস্থায় আমাদের এক নারী কর্মীকে যৌন নিপীড়ন করা হয়। অভিযুক্তকে আমরা চাকরিচ্যুত করেছি। ভবিষ্যতে তিনি আলিবাবার আর কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তিনি ধর্ষণ করেছে কি করেনি, সেটি আইনশৃংখলা বাহিনী দেখবে। ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, তার ঊর্ধ্বতন সহকর্মী তাকে ক্লায়েন্ট মিটিংয়ের কথা বলে আলিবাবার হেড অফিস জিনান থেকে ৯০০ কিমি দূরে হাংজু শহরে নিয়ে যায়। রাতের খাবার শেষে তাকে জোর করে মদ্যপান করানো হয় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তী দিন সকালে তিনি জেগে উঠলে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান এবং সমস্ত ব্যাপারটি বুঝতে পারেন। হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় অভিযুক্ত ব্যবস্থাপক মোট চারবার তার কক্ষে প্রবেশ করেছিল। বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের অভিযোগ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ