মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেদারল্যান্ডসের এক তরুণী ভারতে বেড়াতে এসে ধর্ষণের অভিযোগ তুলছেন। তার অভিযোগের ভিত্তিতে দেশটির কেরলের এক যুবককে গ্রেপ্তার করেছে জয়পুর পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে নেদারল্যান্ডসের ওই তরুণী রাজস্থানে বেড়াতে আসেন। ছিলেন রাজধানীর জয়পুরের একটি হোটেলে। ওই হোটেলে আয়ুর্বেদিক মাসাজ নিতে যান অভিযোগকারী। সেখানে তাকে এক কর্মী ধর্ষণ করেন বলে অভিযোগ তুলেন। ঘটনার পর সিন্ধি ক্যাম্প থানার পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। পুলিশ তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে। এর পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত হোটেলে দীর্ঘদিন কাজ করেন। তিনি কেরলের বাসিন্দা। ওই ঘটনার পালানোর চেষ্টা করলেও রাস্তা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু
করেছে পুলিশ। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।