বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার হয়েছিলেন ৭ ভুয়া সাংবাদিক। এবার সেই ৭জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ ৫ দিন করে প্রত্যেককে রিমান্ডে নেয়ার আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত ।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আই.ও) এসএমপির শাহপরাণ (রহ.) থানার এস.আই দেবাংশু পাল নিশ্চিত করেন রিমান্ডের এ তথ্য। গত ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব ছড়ানোকারী ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিক হচ্ছেন- সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর পুত্র আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর পুত্র সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর পুত্র আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর পুত্র রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের পুত্র মোক্তার হোসেন মান্না (২৮)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।