পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জিডিপির হিসাব অনুযায়ী দেশের মাথাপিছু আয় বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক (ডিজি) মো. তাজুল ইসলাম। গতকাল এ তথ্য জানান ডিজি। বিবিএস এর তথ্য বলছে, করোনা সংকটের মধ্যেও সদ্য সমাপ্ত অর্থবছরে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। মূলত কৃষিখাত বাঁচিয়ে রেখেছে দেশের অর্থনীতিকে।
ফলে ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা। এ নয় মাসে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে, ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় হয়েছিল ২ হাজার ২৪ মার্কিন ডলার। ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।
এ প্রসঙ্গে মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে মিল রেখেই মাথাপিছু আয় করা হয়েছে। এ হিসেবে মাথাপিছু আয় বেড়েছে। যেহেতু ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধির চেয়ে ২০২০-২১ অর্থবছরের প্রবৃদ্ধি বেড়েছে সেই হিসেবে মাথাপিছু আয়ও বেড়েছে। হিসাব অনুযায়ী যা এসেছে তাই আমরা প্রকাশ করেছি। চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন ডিজি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।