গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে রাজধানীতে ২৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ৮৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৩৭ হাজার ৪৫০ টাকা।
এছাড়া ট্রাফিক বিভাগ ৫৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১২ লাখ ১৮ হাজার টাকা।
রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার সকাল থেকে ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ২৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিধিনিষেধে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৫৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১২ লাখ ১৮ হাজার টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।