Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজির সৃষ্টি করে প্রাণ হারালো বাদুড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

দীর্ঘ ১২০০ মাইল পাড়ি দিয়ে রাশিয়ায় এসেছিল একটি বাদুড়। মানুষের হাতের বুড়ো আঙুলের সমান দৈর্ঘ্য এটির। অতিক্ষুদ্র এ স্ত্রী বাদুড়টির জীববৈজ্ঞানিক নাম নাথুসিয়াস পিপিস্ট্রেল। এর ওজন মাত্র আট গ্রাম। ক্ষুদ্র এ বাদুড়টি রাশিয়ায় উড়ে আসার পরই বিড়ালের আক্রমণের শিকার হয়। রাশিয়ার পস্কভ অঞ্চলে মলগিনো গ্রামে বেড়ালের আক্রমণে মৃত বাদুড়টিকে দেখতে পান স্থানীয় এক নারী। সভেৎলানা লাপিনা নামে এ নারীরই চোখে পড়ে যে বাদুড়টির পাখায় একটি রিং লাগানো রয়েছে- এবং তাতে ইংরেজিতে লন্ডন চিড়িয়াখানা কথাটি লেখা রয়েছে। বাদুড়টির পাখায় ২০১৬ সালে এই রিংটি লাগিয়ে দিয়েছিলেন লন্ডনে বাদুড়ের গতিবিধি পর্যবেক্ষণকারী ব্রায়ান ব্রিগস। যুক্তরাজ্য থেকে কোনো বাদুড়ের ইউরোপ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত যাওয়ার কোনো নজির আগে পাওয়া যায়নি। ব্রিগস বলেছেন, এ ঘটনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণে অবদান রাখা এবং এরকম ব্যতিক্রমী একটি প্রাণীর জীবন সম্পর্কে জানতে পারাটা খুবই চমকপ্রদ ব্যাপার। ব্রিটেনে নাথুসিয়াস পিপিস্ট্রেল দেখা যায় বৃহত্তর লন্ডন, কেন্ট, সারে এবং নর্থাম্বারল্যান্ড অঞ্চলে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ