মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। কোনো অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির কর্তৃপক্ষ। এরইমধ্যে এবার বাদুড়ের হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইংহাম শহর। ছোট্ট এই শহরের বাসিন্দারা বাদুড়ের দাপটে রীতিমতো গৃহবন্দী হয়ে পড়েছেন। নগরবাসী এই পরিস্থিতির নাম দিয়েছেন বাদুড়ের টর্নেডো! জানা গেছে, ইংহাম শহরের আকাশ ছেয়ে গেছে বাদুড়ে। এক একটি দলে লক্ষ লক্ষ বাদুড়। বাদুড়ের আতঙ্কে নগরের বাসিন্দারা ভয়ে খুলছেন না বাড়ির জানালা। জরুরি কাজে যাদের বাড়ির বাইরে বের হতে হয় সবচেয়ে বেশি ভয়ে আছেন তারা। এমনকি, বাদুড় আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেক বাবা-মা। ভুক্তভোগীরা বলেন, এমন ঘটনা খুবই দুঃখের। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।