মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়াতে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে সামরিক বাহিনীকে ব্যবহার করতে যাচ্ছেন দেশটির নেতা কিম জং উন। রবিবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা গত সপ্তাহে বলেছিলেন, উত্তর কোরিয়ার প্রায় ১০ মিলিয়ন টন চালের প্রয়োজন, সামরিক ও জরুরি রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সেন্ট্রাল মিলিটারি কমিশন বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে একটি বৈঠক করেছে। কিম এই বৈঠকে ছিলেন না। তবে পার্টির কর্মকর্তারা তার বার্তা বৈঠকে উপস্থাপন করেছেন। কিম জানিয়েছেন, সেনাবাহিনীর উচিত একটি ত্রাণ ক্যাম্পেইন শুরু করা এবং এই অঞ্চলে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা। বৃষ্টির ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে সামরিক কমিশন দুর্যোগ কবলিত এলাকাগুলো পুনর্র্নিমাণ, মানুষের জীবনযাত্রার স্থিতিশীলতা, করোনাভাইরাস প্রতিরোধ এবং ফসলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য জরুরি ব্যবস্থা অনুসন্ধান করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।