বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার কম্পাউন্ডের ভেতরে নাচগানের টিকটক ভিডিও ধারণের নির্মাতা ইয়াসিনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালযে আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, মডেল মসজিদ ও ইসলামী সেন্টার কম্পাউন্ডের ভেতরে হিন্দি গান বাজিয়ে নাচগানের টিকটক ভিডিও ধারণ করে তা ডিডব্লিউ ইয়াসিন ও সুমাইয়া জিরো জিরো এইট নামীয় লাইক আইডি থেকে আপলোড দিয়ে প্রচার করায় তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লে এনিয়ে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারণ মুসল্লীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা আমাদের নজরে আসার পর ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ওই টিকটক ভিডিও নির্মাতা ইয়াসিনকে আইনের আওতায় হয়।
আটক ইয়াসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানান পুলিশ সুপার।
ফলোয়ার ও লাইক বাড়ানোর জন্য এধরণের কুরুচিসম্পন্ন কর্মকান্ড পরিহারের আহ্বান জানিয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, এধরণের ভিডিও আমাদের যুবসমাজকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। তাই যুব ও তরুণ সমাজের মেধাকে ভালো কাজে লাগালে সমাজ ও দেশ ভালো কিছু পাবে।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজার কাছাকাছি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের কম্পাউন্ডের ভেতরে নাচগানের টিকটক শুটিংয়ের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করায় শনিবার দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে টিকটক ভিডিওর নির্মাতা ইয়াসিনকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই টিকটক ভিডিওটি মসজিদ কম্পাউন্ডে ধারণ করে তা ইয়াসিন ও সুমাইয়া নামে লাইকি আইডিতে আপলোড দিলে তা ভাইরাল হয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।