গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে এনে জমা দিলেই তার জন্য পুরস্কার হিসেবে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (৭ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি ‘১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ কাজে নগরবাসীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কারের কোনও লজ্জা নেই। আমাদের পানি জমতে দেওয়া যাবে না। এটা কিন্তু একটা ম্যাসেজ। আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’
মেয়র বলেন, ‘আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো।’
তিনি বলেন, ‘আমরা যখন ডাব খাবো তখন ডাব বিক্রেতারা যদি একটি ডাবের খোসাকে ৬ টুকরো করে দেন সেখানে আর পানি জমবে না।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দায় নিতে হবে না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। দায় এবং দায়িত্বশীলতা নিয়েই কাজ করতে হবে। আর যেন কেউ মৃত্যুবরণ না করে।’
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।