Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নামের মিল থাকায় ভুল ছবি প্রকাশ, বিব্রত ইনফ্লুয়েন্সার রথি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৪:১৯ পিএম

সাম্প্রতিক সময়ে অভিনয় ও মডেলিংয়ের আড়ালে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আরও অনেকের নামই উঠে আসছে। যারা রাতের আঁধারে মাদক, দেহ ও অবৈধ ব্যবসায় লিপ্ত হন। প্রকাশ্যে আসা অন্যতম একজন মডেল রথি। যিনি গত জুনে পরীমণির মামলায় গ্রেফতার হওয়া তুহিন সিদ্দিকী অমির সঙ্গে দুবাইতে গিয়ে থেকেছেন। এমনকি দুবাইতে নিজেকে অমির স্ত্রী বলেও পরিচয় করাতেন তিনি। কিন্তু সেই রথির খবরে বিড়ম্বনায় পড়েছেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ইনফ্লুয়েন্সার রথি আহমেদ মিকি। কারণ মডেল রথির বদলে তার ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। এ জন্য ভীষণভাবে বিব্রত এই তরুণী।

রথি তার বিব্রতের কথা জানিয়ে গণমাধ্যমে বলেন, ‘‘দুবাইয়ে অমির ফ্ল্যাটে মডেলদের রাত কাটানো নিয়ে যে খবর প্রকাশিত হয় সেখানে যে রথির কথা বলা হয়েছে সে ‘মার্ক অলরাউন্ডার’’ চ্যাম্পিয়ন ছিল যা আমি নই। কিন্তু কিছু কিছু পত্রিকায় ‘‘রথি’’ নামটি ব্যবহার করে সেখান আসল রথির ছবি না দিয়ে আমার ছবি ব্যবহার করেছে।’

তিনি আরও বলেন, ‘কিছু পত্রিকায় মডেল রথি হিসেবে আমার ছবি প্রকাশিত হয়েছে, আর কিছু জায়গায় শুধু রিপোর্ট হয়েছে। যার কারণে অনেকে কনফিউশনে পড়ে গেছে। এটা সত্যিই আমার জন্য বিরক্তির ও বিব্রতকর।’

তিনি জানান, ‘এখন পর্যন্ত বেশ কয়েকটি পত্রিকা তাদের ভুল বুঝতে পেরে আমার ছবিটি সরিয়ে ফেলেছে। সে জন্য তাদেরকে ধন্যবাদ।’

গণমাধ্যমের প্রতি অনুরোধ করে রথি বলেন, ‘সংবাদকর্মীদের প্রতি অনুরোধ আপনারা যখন কোন নিউজ করবেন তখন সঠিক তথ্য দিয়ে নিউজ তৈরি করবেন তা না হলে অনেকসময় এমন পরিস্থিতি তৈরি হয় যে আমরা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই।’

এর আগে একইভাবে একই কারণে কয়েক দশকের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তাঁর বিরক্তি ও ক্ষোভের কথা জানান। নামের মিলের কারণে তিনি এমন পরিস্থিতির শিকার হন বলে জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রথি আহমেদ মিকির পথ চলা শুরু হলেও মিডিয়াতে তার পরিচিতি বাংলাদেশের হিজাবি মডেল হিসাবে। রথি আহমেদ ইউনিলিভারের সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পুর মডেল হিসাবেও কাজ করেছেন। এর বাহিরে রথি এয়ারটেল, আনজারার হাউসের সাথে ফটোশুট এবং ওভিসির কাজও করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ