Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব পরেই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন রথি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

হিজাব এবং শালীন পোশাক পরেও যে শোবিজে দর্শকপ্রিয় হওয়া যায়, তার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন রথি আহমেদ।এটা ধারণাও করা যায়নি, হিজাব পরে মডেলিং করা যায়। বিশেষ করে পণ্যটি যদি হয় কোনো শ্যাম্পুর। সানসিল্ক শ্যাম্পুর বিজ্ঞাপনটি দেখে দর্শক চমকে যান। তবে হিজাব পরে মডেল হওয়ার বিষয়টি রথির জন্য সহজ ছিল না। রথি বলেন, একটি বিজ্ঞাপনের জন্য আমাকে চূড়ান্ত করার পর তারা জানায়, ক্যামেরার সামনে খোলা চুলে থাকতে হবে। হিজাব ছাড়া নাকি আমাকে স্ক্রিনে ভালো লাগবে। তখন ভাবলাম, তাহলে কি হিজাব পরে কাজ করা যাবে না! সিদ্ধান্ত নিই নিজে যেমন তেমনই থাকবো। এরপর থেকে যত র্ব্যান্ডের কাজ করেছি, সবগুলোতে হিজাব পরেছি। রথি বলেন, আমি ছোটবেলা থেকে হিজাব পরি। হিজাব পরা নিয়ে আমার পরিবার থেকে চাপ ছিল না। নিজের ইচ্ছাতেই পরা শুরু করি। তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক প্রভৃতি প্ল্যাটফর্মে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কাজ করছি ট্রাভেল ভিডিও নিয়ে। এটা মেয়েদের জন্য একটা চ্যালেঞ্জ। সামনে একটা রেস্টুরেন্ট ও ফ্যাশন হাউজ গড়তে চান রথি। তিনি বর্তমানে ফ্যাশন ক্লথিং নিয়ে পড়াশোনা করছেন। উল্লেখ্য, মডেল হওয়ার পাশাপাশি রথি একজন ইনফ্লুয়েন্সারও। তিনি দেশের প্রথম টিকটকার যিনি বিভিন্ন ব্র্যান্ডের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। পাশাপাশি একটি নামি কোম্পানির হিজাব রিসার্চ শ্যাম্পুর মডেল হিসেবেও কাজ করছেন রথি। তবে শুরুর দিকে রথির এই পথচলাটা মোটেও সহজ ছিল না। শত প্রতিকূলতা পার করেই সামনে উঠে এসেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শকপ্রিয় রথি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ