বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ-১০,গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রান্তিক জনগনের হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, পল্লী উন্নয়নসহ দেশের প্রতিটি খাতে গত সাত বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগমের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আজিজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।