Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেলটা প্রজাতি রোধে কার্যকর চীনা ভ্যাকসিন

২০০ কোটি ডোজ পাবে বিশ্ব : জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

ভারতে পাওয়া ডেলটা প্রজাতির করোনাভাইরাসের বিরুদ্ধে চীনের তৈরি টিকাগুলো কার্যকর বলে জানিয়েছেন দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা। এদিকে, চলতি বছরেই বিশ্বকে ২০০ কোটি ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ওই কর্মকর্তা বলেন, ডেলটা প্রজাতির ভাইরাস করোনা ২০২০ সালে সেপ্টেম্বরে আবিষ্কার হয়। তিনি জানান, চলতি বছরের ১০ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে করোনা ভাইরাসের লক্ষণীয় প্রজাতি হিসেবে আখ্যায়িত করে। বর্তমানে ডেলটা ভাইরাস বিশ্বের ১৩০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশ-বিদেশের সংশ্লিষ্ট বৈজ্ঞানিক গবেষণা ও মহামারি প্রতিরোধ অনুশীলন প্রমাণ করে, চলমান প্রতিরোধক ব্যবস্থা ডেল্টা ভাইরাস প্রতিরোধে কার্যকর এবং টিকাও সুরক্ষা প্রদান করতে পারে। তিনি বলেন, মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি, আক্রান্তদের অবস্থা গুরুতর হওয়া, এবং মৃতের আশঙ্কা কমাতে পারে চীনা টিকা।

এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বলেছেন, চীন এ বছর গোটা বিশ্বে ২০০ কোটি ডোজ কোভিড টিকা সরবরাহের চেষ্টা করবে এবং কোভ্যাক্স নামে পরিচিত ডবিøউএইচও’র আন্তর্জাতিক টিকা বিতরণ ব্যবস্থায় ১০০ মিলিয়ন ডলার অনুদান দেবে। তিনি আরও বলেছেন, উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে টিকা বিতরণের জন্য চীন কোভ্যাক্সকে ১০০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছে। বিশ্বজুড়ে সুষ্ঠু ও সমহারে টিকা বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক কো-অপারেশন (এপেক) জোটের রাষ্ট্রপ্রধানদের নিয়ে অভ‚তপূর্ব এক জরুরি অনলাইন বৈঠকে করোনার বিরুদ্ধে লড়াই করতে উন্নয়নশীল দেশগুলোকে ৩ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়ার পর এই ঘোষণা দিলেন জিনপিং। সূত্র : সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ