মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ কাটছেই না। তার উপর বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডেলটা ভ্যারিয়্যান্ট (ভারতীয়)। এমন পরিস্থিতিতে টিকা নেওয়ার জন্য বিশেষ জোর দিচ্ছে বিশেষজ্ঞ মহল। কিন্তু করোনার টিকা আসলে কতটা কাজ করছে? এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সম্প্রতি এক গবেষণায় এই প্রশ্নের জবাব পাওয়া গেছে।
ব্রিটেনের একটি সমীক্ষা জানাচ্ছে, করোনা টিকা নেওয়া ব্যক্তিরা টিকা না নেওয়াদের থেকে তিন গুণ বেশি সুরক্ষিত। সম্প্রতি কোভিড টিকার কার্যকরিতা খতিয়ে দেখতে একটি সমীক্ষা চালায় ইমপেরিয়াল কলেজ লন্ডন। গত বুধবার এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়।
গবেষণার জন্য চলতি বছরের ২৪ জুন থেকে গত ১২ জুলাই পর্যন্ত ৯৮ হাজার ২৩৩ জন স্বেচ্ছাসেবকের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। গবেষণায় দেখা গেছে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম। পাশাপাশি তাদের মৃত্যুর আশঙ্কাও কমিয়ে দেয় টিকার দু’টি ডোজ।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘আমি মানুষের কাছে অনুরোধ করব কোভিড টিকার দু’টি ডোজই নিতে। কারণ টিকা সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং তা কাজ করছে। গবেষণায় তা প্রমাণিত হয়েছে।’
এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে টিকা অত্যন্ত কার্যকর। ফাইজার টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৬ শতাংশ কাজ করে এবং অ্যাস্ট্রাজেনেকা কাজ করে ৯২ শতাংশ।
প্রসঙ্গত, ডেলটা ভ্যারিয়্যান্ট (ভারতীয়) ঠেকাতে টিকার বুস্টার শটের প্রয়োজন রয়েছে বলে দাবি করা হচ্ছিল। কিন্তু বিম্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়ার উপর স্থগিতাদেশ দেওয়া উচিত।
তার কথায়, ‘বিশ্বে যে টিকা উৎপন্ন হয় তার সিংহভাগ যে দেশগুলো পায় তারাই আরও টিকা ব্যবহার করুক এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি। আর সেসব দেশের বহু মানুষ অসুরক্ষিত রয়েছে। সূত্র : ফিনান্সিয়াল এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।