Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর পুনরায় রাস্তার কাজ শুরু

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ২:৪০ পিএম

মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলাধীন কামারখাড়া ইউনিয়ন পরিষদের সামনে হতে কামারখাড়া সংযোগ সড়কের পাতাইল্লা ব্রিজ সংযুক্ত হওয়া এই রাস্তাটি সংবাদ প্রকাশের প্রায় দুই মাস আগে শুরু করে ছিলো ঠিকাদার। এই বিষয়ে দৈনিক ইনকিলাবে ২১শে, জুন, ২০২১ইং তারিখে “ রাস্তা খুড়ে ঠিকাদার উধাও” শিরোনামে সংবাদ প্রকাশের পর মোঃ মোনায়েম সরকার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মুন্সীগঞ্জ ও মোঃ শাহ মোয়াজ্জেম, উপজেলা প্রকৌশলী, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ এর সার্বিক তত্ত¡াবধানে পুনরায় রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ঐ এলাকাবাসী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারখাড়া ইউনিয়ন পরিষদের সামনে হতে উপজেলার কামারখাড়া সংযোগ সড়কের পাতাইল্লা ব্রিজ সংযুক্ত হওয়া রাস্তাটি বালু দিয়ে ভরাট করে পুরো দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ চলছে। এখন এই রাস্তা দিয়ে খুব ভালোভাবে যাতায়াত করতে পারছে স্থানীয় ও আশেপাশের গ্রামের মানুষজন। স্থানীয় আঃ হালিম (৫২) জানান, কিছুদিন আগে রাস্তাটি খুরে রেখেছিলেন ঠিকাদার। এতে আমাদের যাতায়াতে খুব সমস্যা হয়েছিলো এবং একটু বৃষ্টি হলেই কাঁদা সৃষ্টি হয়ে রাস্তাটি দিয়ে চলাচলে সমস্যা হতো। বর্তমানে ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে উপস্থিত থেকে কাজ করাইতেছে। রাস্তাটি বালু ভরাট করে দিয়েছেন এখন এই রাস্তাটি দিয়ে যাতায়াতে কোনো সমস্যা হয় না। বর্তমানে রাস্তাটির কাজ যে গতিতে শুরু হয়েছে সে গতিতে কাজ করা হলে আশা করি অতি দ্রæত কাজটি সমাপ্ত করা সম্ভব হবে। এতে স্থানীয় লোকজনের দুর্ভোগ হতে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তা

২২ অক্টোবর, ২০২২
৩ অক্টোবর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ