বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে লিটন বেপারী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলহরি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ওই গৃহবধূ নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মো. মোসলেম বেপারীর ছেলে মো. লিটন বেপারীরর (৩৫) সাথে একই ইউনিয়নের এক গৃহবধূর সাথে মোবাইলে সুসম্পর্ক গড়ে উঠে। তার সুযোগ নিয়ে ইমু আইডিতে গৃহবধূর সাথে কথা বলার সময় তার আপত্তিকর কিছু স্ক্রিনশর্ট তুলে রাখেন। পরবর্তীতে সেই স্ক্রিনশর্ট ভাইরাল করার ভয় দেখিয়ে গৃহবধূর কাছে বিভিন্ন অন্যায় দাবি করে। দাবি না মানায় লিটন ব্যাপারি সুমি নামের একটি ইমু আইডি দিয়ে সেগুলো শেয়ার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি শেয়ার করার কারনে লিটন ব্যাপারির নামে মামলা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।