Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির অভিযোগে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৭:৪২ পিএম

অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মোমিন মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন পরিষদে সব সদস্য। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে পরিষদের ১১ সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।

এর আগে গত ২৭ জুলাই (মঙ্গলবার) ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে বলে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন- ওই ইউনিয়নে পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সালাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সদস্য জিন্নাত আলী, ৩ নম্বর ওয়ার্ড সদস্য জালাল মণ্ডল, ৪ নম্বর ওয়ার্ড সদস্য ফরিদ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য জামাল মৃধা, ৬ নম্বর ওয়ার্ড সদস্য খালিদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কামাল আজাদ, ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ।

এছাড়াও সংরক্ষিত তিন নারী সদস্যের মধ্যে দুইজন স্বাক্ষর করেছেন।- এরা হলেন- মিনা পারভিন ও মমতাজ বেগম। অপর নারী সদস্য শিল্পী খাতুন সাময়িক বরখাস্ত থাকার কারণে তার স্বাক্ষর নেয়া হয়নি।

তারা অভিযোগ করেন, চেয়ারম্যান এম এ মোমিন মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছেন। অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করায় তাদের সম্মানী বন্ধ করে দিয়েছেন। গত ১৭ মাস ধরে তারা কোনো সম্মানী পাচ্ছেন না।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় তিনি নিজের হাতে নিয়ন্ত্রণ করেন। কোনো সদস্য জানেন না কোথা থেকে আয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতে প্রতি বছর প্রায় ৫০ লাখ টাকার বেশি আয় হয়। কিন্তু এসব টাকা কি হচ্ছে তার কিছুই আমাদেরকে জানানো হয় না।

বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মোমিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ