Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভোজ্য তেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে : ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘদিন যাবত করোনায় বিপর্যস্ত জনগণের কথা না ভেবে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাস ও ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি কার্যকরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনাকালে জনগণের দুরাবস্থার মধ্যে যদি এলপিজি গ্যাস ও ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি পায় তাহলে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। মহাসচিব বলেন, ভোজ্য তেল ও এলপিজি’র মূল্যবৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের মানুষ চরম বিপাকে পড়বে। মূল্যবৃদ্ধির এ সংবাদ মধ্যবিত্তের মানুষের জন্য স্বস্তির নয়। ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল ও এলপি গ্যাসের দাম বাড়ানো হবে অযৌক্তিক। দেশের জনগণ তা মানবে না। তিনি বলেন, লকডাউন ও শাটডাউনের কারণে সাধারণ মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। সে মুহুর্তে এধরণের মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ