Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে পানিতে পড়ে ভাই বোনসহ তিন জনের মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৬:৫৬ পিএম

ইন্দুরকানীতে পানিতে পড়ে ভাই বোনসহ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা রামচন্দ্রপুর গ্রামে সরোয়ার ফরাজির ছেলে নাজমুল ফরাজী (৯) ও মেয়ে সুরাইয়া আক্তার (৭) পানিতে পড়ে মারা যায় ।

স্বজনরা জানান, দুপুর তিনটার দিকে বাড়ীর পুকুরে ভাই বোন গোসল করতে যায়। তারা গোসল করে আসতে দেরি করায় তাদের মা খোজতে বের হলে পুকুরে জুতা ভাসতে দেখে দুই ভাই বোনকে পুকুরের ঘাটের নিচ থেকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৈয়বুর রহমান মৃত ঘোষণা করেন। নিহত দুই ভাই বোন স্থানীয় খেজুরতলা কওমী মাদরাসার শিক্ষার্থী। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

অপর দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া মৃত আঃ আজিজ হাওলাদারের বুদ্ধিপ্রতিবন্দি ছেলে মধু হাওলাদার (৪০) পানিতে পড়ে মারা যায়। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে বাড়ীর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান মোঃ কবির বয়াতী জানান, মধু সকাল ১০টার সময় বাড়ীর পুকুরে পারে গেলে সে পানিতে পড়ে মারা যায় ।

 



 

Show all comments
  • Md.Mizanur Rahman ৩ আগস্ট, ২০২১, ৭:২৫ পিএম says : 0
    VERY VERY SAID.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ