মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারো বিক্ষোভে উত্তাল জার্মানি। করোনা বিধিনিষেধের নামে স্বাধীনতা ও জনগণের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি সরকারের স্বৈরাচারী আচরণের অভিযোগে মার্কেল প্রশাসনের বিরুদ্ধে সমাবেশের ডাক দেয় বিকল্প চিন্তার কয়েকটি সমমনা সংগঠন। এই সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। গ্রেফতার করা হয় ছয় শতাধিক বিক্ষোভকারীকে। করোনার কারণে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ। জার্মানির আদালতের এমন রায়কে বুড়ো আঙুল দেখিয়ে রোববার রাজধানী বার্লিনে করোনা বিধি-বিরোধী সমাবেশ করেছে বিকল্প চিন্তা ও সমমনা নানা সংগঠন। রাজধানী বার্লিনের বিভিন্ন সড়কে করোনা বিধি-বিরোধী এই সমাবেশে ছিল না মাস্কের কোনো বালাই, মানা হয়নি কোনো রকম সামাজিক দূরত্ব। এক পর্যায়ে উত্তেজিত সমাবেশকারীরা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে লক্ষ্য করে বোতল ও ইট পাটকেল ছুড়লে বেঁধে যায় ভয়াবহ সংঘর্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করতে সমাবেশকারীদের উপর মৃদু লাঠিচার্জ করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। শৃংখলা ভঙ্গের অভিযোগে আটক করা হয় কমপক্ষে ছয় শতাধিক বিক্ষোভকারীকে। এদিন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর কমপক্ষে আড়াই হাজার সদস্য ছিলেন তৎপর। এদিকে ক্রমশ আতঙ্ক ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে আগস্টের প্রথম দিন থেকেই প্রতিবেশী ৯টি দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে জার্মানি। ছুটি কাটিয়ে দেশে ফেরা কিংবা মালবাহী পরিবহন চালক যারা করোনার টিকা নিয়েছেন কিংবা সেরে উঠেছেন তাদের ছাড়া ১২ বছরের ঊর্ধ্বে করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া অনুপ্রবেশকারীদের গুনতে হবে কমপক্ষে ২৫ হাজার ইউরো জরিমানা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।