Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান সীমান্তের সংলগ্নে মহড়া বাড়াচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

আফগান সীমান্ত সংলগ্নে সামরিক মহড়ার জন্য অতিরিক্ত ৮০০ সৈন্যের একটি বহর পাঠাবে রাশিয়া। সেখানে মূল পরিকল্পনার চেয়ে দুইগুণ বেশি হার্ডওয়্যার ব্যবহার করা হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রয়টার্স জানিয়েছে, আগামী ৫ থেকে ১০ আগস্ট সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। যেখানে উজবেক এবং তাজিক বাহিনীও অংশ নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির দ্উত অবনতি হওয়ায় এটি এসেছে।রাশিয়া বলছে, মহড়ায় এক হাজার ৮০০ রুশ সৈন্য অংশগ্রহণ করবে। অবশ্য প্রাথমিকভাবে এক হাজার সেনার পরিকল্পনা করা হয়েছিল। সেখানে তাদের সাথে অতিরিক্ত আরও ৮০০ সেনা যুক্ত হবে। সবমিলিয়ে মোট আড়াই হাজার সেনা এই মহড়ায় অংশ নেবে।মহড়ার জন্য মস্কো ৪২০ ইউনিট সামরিক হার্ডওয়্যার ব্যবহার করবে। যা মূল পরিকল্পনার চেয়ে দুইগুণ বেশি। বে মহড়ায় সেনা সংখ্যা ও সামরিক সামগ্রী বাড়ানোর কোনো কারণ রাশিয়া উল্লেখ করেনি। ইন্টারফেক্স, রয়টার্স।



 

Show all comments
  • Taka ৩ আগস্ট, ২০২১, ১:৩২ পিএম says : 0
    রাসিয়া আবার বাঁশ খাওয়ার কথা চিন্তা করতাসে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ