কুড়িগ্রামের ধরলা সেতু পাড় এলাকার মাটিকাটার মোড় নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুই শিশু আহতের ঘটনা ঘটেছে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম মুন্না (৩৪) এবং আহতরা মুন্নার দুই শিশু মুন (২) ও মুরসালিন (৪)।নিহত মুন্না কুড়িগ্রাম পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।রোববার সন্ধ্যার পরপর কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের মাটিকাটার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার শেষ বিকেলে নিহত মুন্না তার কন্যা শিশু মুন ও পুত্র শিশু মুরসালিনকে মোটর সাইকেলের পিছনে নিয়ে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে মোটর সাইকেল চালাচ্ছিলেন।এরই এক পর্যায়ে মুন্না মোটরসাইকেল চালিয়ে মাটি কাটার মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়।এসময় মুন্না ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং তার দুই শিশুও আহত হয়।পরে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। এসময় এলাকাবাসীরা পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি উদ্ধার করে থানায় আনে।এ ব্যাপারে সদর থানার ওসি খান মোঃ শাহরিয়া পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানান।