Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় জমা পানিতে বিধায়ককে হাঁটালো গ্রামবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ভোটের পর আর গ্রামমুখো হননি বিধায়ক। গত চার বছর রাস্তায় পানি জমা, পানি নিষ্কাশনের মতো একাধিক সমস্যায় বিরক্ত গ্রামবাসীরা বিধায়ককে শিক্ষা দিলেন। ভারতে আগামী বিধানসভা ভোট উপলক্ষে চার বছর পর নিজের কেন্দ্রে পদযাত্রা কর্মসূচিতে এসেছিলেন বিধায়ক। সেই পদযাত্রা হলো। তবে নোংরা পানি জমে থাকা রাস্তায়। গ্রামবাসীরা বিধায়কের কাজ না করার অভিজ্ঞতা পরখ করালেন তাকে দিয়েই। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বিজেপির ওই বিধায়ক কমল সিং মালিক। পানি জমা রাস্তায় তার হেঁটে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি আর পাজামা পরা বিধায়কের খালি পা। তাকে ওই অবস্থায় হাত ধরে পানি জমা রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। নেপথ্যে একজনকে বলতে শোনা যায়, দেখুন এখানে বিধায়ক পানি জমা রাস্তায় হাঁটছেন। কী করবেন! উনি এলাকায় এত দিন কোনো কাজই করেননি। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি

২৫ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ