Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনটি ফ্লপের পর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

প্রায় এক দশকের পরিশ্রমের পর অভিনেতা আয়ুষ্মান খুরানা বলিউডে নিজেকে প্রথম সারিতে অধিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। ২০১২তে একেবারে ভিন্নধর্মী ‘ভিকি ডোনার’ দিয়ে তার যাত্রা শুরু হয়। এর কয়েক বছর পর তার লেখা ‘ক্র্যাকিং দ্য কোড : মাই জার্নি ইন বলিউড’। সাম্প্রতিক এ চ্যাট শোতে অভিনেতা আরবাজ খান বইটির ঋণাত্মক সমালোচনা করলেও পাঠকরা তার এই আত্মজীবনী পাঠকরা উপভোগ করেছে। আয়ুষ্মান জানান একটি ফিল্ম হিট করার পর তার তিনটি ফিল্ম পরপর ফ্লপ করলে তিনি চন্ডীগড়ে তার নিজ বাড়িতে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। সময়টা এমন ছিল যে তিনি বই লেখারও সময় বের করে নিয়েছিলেন। অভিনয়ে সাফল্য না পেয়ে তিনি জন্মদিনের মত অনুষ্ঠানে গান নাচে করাও বিবেচনা করছিলেন। তবে ধৈর্য্য ধরে ছিলেন তিনি। ‘নওটাঙ্কি সালা!’, ‘বেয়াকুফিয়াঁ’ এবং ‘হাওয়াইজাদা’ ফ্লপ করার পর ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’র মত ফিল্ম উপহার দিয়েছেন তিনি। এছাড়া মুক্তি প্রতীক্ষায় আছে ‘বাধাই দো’, ‘চন্ডীগড় কারে আশিকি’, ‘অনেক’ এবং ‘ডক্টর জি’র মত কয়েকটি সম্ভাবনাময় ফিল্ম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ