Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বালা’তে জুটি হয়ে ফিরছেন ভূমি পেদনেকার-আয়ুষ্মান খুরানা

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তৃতীয়বারে মত জুটি হয়ে ফিরছেন ভূমি পেদনেকার আর আয়ুষ্মান খুরানা। ‘বালা’ চলচ্চিত্রে আয়ুষ্মান এমন ভূমিকায় অভিনয় করবেন যার তারুণ্যেই টাক পড়েছে। আর ভূমি শহরতলীর এক শ্যামলা মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। সাম্প্রতিক হিট সুপারন্যাচারাল থ্রিলার ‘স্ত্রী’ ফিল্মের পরিচালক অমর কৌশিক চলচ্চিত্রটি পরিচালনা করবেন। আয়ুষ্মান আর ভূমি এর আগে জুটি হয়ে ‘দম লাগা কে হাইশা’ এবং ‘শুভ মঙ্গল সাবধান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে প্রথমটি ভূমির অভিষেক চলচ্চিত্র এবং দুটিই ব্যতিক্রমী কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত। দুটি ফিল্মই প্রশংসিত হয়েছে। নিঃসন্দেহে ‘বালা’র কাহিনীও বিশেষত্বের দাবী রাখে। জানা গেছে আগামী বছরের মার্চে ‘বালা’র শুটিং শুরু হবে আর এটি মুক্তি পাবে ২০১৮’র সেপ্টেম্বরে। প্রযোজক দিনেশ বিজন বলেছেন, “আমাদের যাত্রা পথে, চলচ্চিত্রের সেই বিষয়টিই আমাদের মুগ্ধ করে- আমরা বাইরের সৌন্দর্যই দেখে থাকি, এর বাইরে যাই না, এই কারণেই আজকাল বেশিরভাগ সম্পর্ক টেকে না।” ভূমি-আয়ুষ্মান আলাদা আলাদা ‘ব্যারেলি কি বারফি’ (আয়ুষ্মান-কৃতি সানোন) এবং ‘টয়লেট এক প্রেম কথা’ (ভূমি-অক্ষয় কুমার) চলচ্চিত্র দিয়ে সাফল্য পেয়েছেন। আয়ুষ্মানের অভিনয়ে সাম্প্রতিক ফিল্ম ‘আন্ধাধুন’ আর ‘বাধাই হো’ বাণিজ্যিক সাফল্য পেয়েছে। তিনি অচিরেই তার ‘ড্রিম গার্ল’ ফিল্মের কাজ শুরু করবেন। ভূমিকে আগামীতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘সোন চিড়িয়া’তে দেখা যাবে। এখন তিনি অলঙ্কৃতা শ্রীবাস্তব এবং কঙ্কনা সেন শর্মার সঙ্গে ‘ডলি কিটি অওর চমকতে সিতারে’ ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ